Category

Popular Singers

Stay Home Stay Safe - Covid-19

Baje Shobhab Mp3 and Lyrics By Prithwi Raj ft Rehaan Download

Download Baje Shobhab Bangla Mp3 Song by Prithwi Raj ft Rehaan from Album: Unreleased Song.

About This Song:

TitleBaje Shobhab
ArtistPrithwi Raj ft Rehaan
AlbumUnreleased Song
GenreBangla
Download Mp3 11989 Views - 5,696 Downloads

Baje Shobhab Lyrics

কথা হবে দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে,
কাছে আসা আসি, আর হবে না.
চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে,
ভালবাসা-বাসি, আর হবে না.
শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে,
খাওয়া দাওয়া, কিছু মজা হবে না.
হুট করে ফিরে এসে, লুট করে নিয়ে যাবে,
এই মন ভেঙে যাবে, জানো না.
|| আমার এই বাজে স্বভাব, কোনোদিন যাবেনা || **

ভুলভাল ভালবাসি, কান্নায় কাছে আসি,
ঘৃণা হয়ে চলে যাই, থাকি না.
কথা বলি একাএকা, সেধে এসে খেয়ে ছ্যাঁকা,
কেনো গাল দাও আবার, বুঝি না.
খুব কালো কোনো কোণে, গান শোনাবো গোপনে,
দেখো যেনো আর কেউ, শোনে না.
গান গেয়ে চলে যাবো, বদনাম হয়ে যাবো,
সুনাম তোমার হবে, হোক না.
|| আমার এই বাজে স্বভাব, কোনোদিন যাবে না ||

যদি তুমি ভালোবাসো, ভালো করে ভেবে এসো,
খেলে ধরা কোনো খানে, রবে না,
আমি ছুঁয়ে দিলে পরে, অকালেই যাবে ঝরে,
গলে যাবে যে বরফ, গলে না.
আমি গলা বেচে খাবো, কানের আশেপাশে রবো,
ঠোঁটে ঠোঁটে রেখে কথা, হবে না.
কারো একদিন হবো, কারো একরাত হবো,
এর বেশি কারো রুচি, হবে না.
|| আমার এই বাজে স্বভাব, কোনোদিন যাবে না ||
Lyrics more