Category

Popular Singers

Stay Home Stay Safe - Covid-19

Hajir Biriyani Mp3 Song By Akassh Sen – New Version Dohon Siam Pujja

Download Hajir Biriyani Bangla Movie Mp3 Song by Akassh Sen from Album: Dohon.
Hajir Biriyani Mp3 Song By Akassh Sen – New Version Dohon Siam Pujja

About This Song:

TitleHajir Biriyani
ArtistAkassh Sen
AlbumDohon
GenreBangla Movie
Download Mp3 4608 Views - 1,267 Downloads

Hajir Biriyani Lyrics

এই মামা, সব রেডি তো ?
আয় চল জাইগা !

লে হাজীর বিরিয়ানী,
আরে মালে ঢাল পানি
হাজীর বিরিয়ানী,
মালে ঢাল পানি
গাজা দেরে টানি,
চলবে নেশা, জমবে খেল
থাকলে আমদানি,
নেই রে পেরেশানি,
বাংলা হিসাব জানি,
ফেলো কড়ি মাখো তেল
বাবা খেয়ে হাবা হয়ে
নাচবো নেশার খেয়ালে..

মাতাল হয়ে হিসু করবো দেয়ালে,
আরে মাতাল হয়ে হিসু করবো দেয়ালে
সালা যা হবে দেখা যাবে কাল সকালে (x2)

এই ছোটাছুটি ছোটাছুটি ছোটাছুটি ছাড়া,
আর কি আছে লাইফে ?
ছুটতে না পারলে রে মামা,
থাকি পড়ে সাইডে।
টাকারই খেলারে, এ কালো বাজারে,
লুটছি লুটে লাখ লাখে হাজারে।
নষ্ট সিস্টেম, চলছে যেই গেম,
মরছে জনগণ, বাড়ছে প্রবলেম।
চোর পুলিশের খেলা রোজ রোজ,
চলছে তল্লাশি, চলছে খোঁজ খোঁজ,
আসল চোর চুরি করে দিনে-দুপুরে
সত্যি বললে গুলি খাবি পাঁজরে।

ও আসবে যেদিন মানি,
থাকবে পাশে রানী
আসবে যেদিন মানি,
থাকবে পাশে রানী
দেবো রে জামদানি,
আর কানে সোনার ঝুমকো দুল।
বসবো নদীর কূলে,
বিলেতি মদ ঢেলে
খাবো দুজন মিলে,
আর ফুটবে মনে প্রেমের ফুল।

দেখবে, জ্বলবে দুনিয়াটা
বাঁচবো নিজের খেয়ালে..

মাতাল হয়ে হিসু করবো দেয়ালে,
আরে মাতাল হয়ে হিসু করবো দেয়ালে
সালা যা হবে দেখা যাবে কাল সকালে। (x2)

=====

Le Hajir Biriyani,
Are Maley Dhal Paani
Hazir Biriyani,
Maale Dhaal Pani
Gaja Dere Taani,
Cholbe Nesha Jombe Khel

Thakle Aamdani,
Nei Re Pereshani
Bangla Hisab Jani,
Felo Kori Makho Teel
Baba Kheye Haba Hoye
Nachbo Neshar Kheyale... 

Matal Hoye Hisu Korbo Deyale,
Are Matal Hoye Hishu Korbo Dewale,
Sala Ja Hobe Dekha Jabe Kal sokale
Lyrics more