Category

Popular Singers

Stay Home Stay Safe - Covid-19

Oi Dakche Aakash By Pawandeep Rajan – Kidnap Movie Mp3 Dev

Download Oi Dakche Aakash Kolkata Movie Mp3 Song by Pawandeep, Dev, Rukmini from Album: Kidnap.
Oi Dakche Aakash By Pawandeep Rajan – Kidnap Movie Mp3 Dev

About This Song:

TitleOi Dakche Aakash
ArtistPaw, eep, Dev, Rukmini
AlbumKidnap
GenreKolkata Movie Song
Download Mp3 7880 Views - 2,063 Downloads

Oi Dakche Aakash Lyrics

ওই ডাকছে আকাশ
যদি একটু তাকাস,
মনে রাম ধনু রং এঁকেছি ।
ওই এক মুঠো নীল
উড়ো - হাওয়ার মিছিল
তোর আলগা সোহাগ মেখেছি ।

একবার আলতো ছোঁয়ায়
তোর ওই খালি পায় ,
বালি আয় হয়ে মরেছি ।
যদি বাচতে বলিস
সব মিথ্যা নালিস,
আমি হাজার বছর বেঁচেছি ।

ওই ডাকছে আকাশ
যদি একটু তাকাস,
মনে রাম - ধনু রং এঁকেছি ।
ওই এক মুঠো নীল,
উড়ো হাওয়ার মিছিল ,
তোর আলগা সোহাগ মেখেছি ।

এই বেস্ত - শহর
তোর আসার - খবর ,
দিতে এক ছুটে আসলো আমায় ।
তোর নামের - ফলক
মনে খুশির - ঝলক
বুকে ঝড়ো হাওয়া কে আর থামায় ।

একবার আলতো ছোঁয়ায়,
তোর ওই খালি পায় 
বালি আয় - হয়ে মরেছি ,
যদি বাচতে বলিস 
সব মিথ্যা নালিস,
আমি হাজার বছর বেঁচেছি ।

নীল মেঘের পালক
আজ সব তোরই হোক ,
উপহার দেবো - চাইছি তোকে
রোদ - মখমলে দিন,
আজ ভীষণ রঙ্গিন
একা বয়ে চলা ঢেউ এ - বুকে ।

একবার আলতো ছোঁয়ায়
তোর ওই খালি পায়,
বালি আয় হয়ে মরেছি ।
যদি বাচতে বলিস
সব মিথ্যা নালিস, 
আমি হাজার বছর বেঁচেছি.................
Lyrics more