About This Song: | |
Title | Dil Dil Dil |
Artist | Imran |
Album | Bossgiri |
Genre | Bangla Movie Song |
Play Songs from Bossgiri:
Dil Dil Dil Lyrics
আমিতো হয়েছি সারা, ভালোবাসায় দিশেহারা| বুঝি না কোনো কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল সাগরের ঢেউ এসে মিশে কিনারায়, মন তোকে ফিরে ফিরে বুকে পেতে চায় পারি নাতো সামলাতে, মিশে যেতে তোরই সাথে, হবো আমি তোরই ঠোঁটে দিল দিয়েছি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল হ্নদয়ের চারপাশে তোরই শুধু ভিঁড় খুব করে ছুঁয়ে ছুঁয়ে, করে অস্থির কাছে এলে তুই আমি, বেড়ে যায় পাগলামি, দিয়েছি তোকে দিল দিল দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল